গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
শনিবার ( ৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জলঢাকা থানার মোড়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দৈনিক প্রলয়ের উপজেলা প্রতিনিধি বিধান চন্দ্র রায়, আইনি সহায়তা কেন্দ্র আসক এর সভাপতি আল আমিন, একুশে টিভির প্রতিনিধি নুর আলম বাবু, দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি আল ইসলাম বিপ্লব, ভবদিশ চন্দ্র প্রমুখ।