শনিবার (৯ আগষ্ট) সকালে কাশিমপুর থানা প্রাঙ্গনে কাশিমপুর থানা প্রেসক্লাব এবং কাশিপুর প্রেসক্লাব এর সমন্বয়ে এ মানববন্ধন উনষ্ঠিত হয়।
কাশিমপুর থানা প্রেসক্লাব এর সভাপতি মোঃ হাসান সরকারের সঞ্চালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, কাশিমপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান, কাশিমপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, মোঃ আলী সীমান্ত, জামাল হোসেন news21 বাংলা টিভির সাংবাদিক এস কে শুভ সহ আরও সংবাদকর্মীরা।
বক্তব্যে সংবাদকর্মী আজকের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক তুহিন হত্যাকারীদের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানায়। সাংবাদিকরা বাধাহীন ভাবে যেন সংবাদ প্রকাশ করতে পারে, আর কোনো সংবাদ কর্মীকে যেন নির্মমভাবে প্রাণ দিতে না হয় সরকারের কাছে এই দাবি জানানো হয় মানববন্ধনে।
এ সময় সাংবাদিক তুহিন এর রুহের মাগফেরাত এবং সাংবাদিক আনোয়ারের দ্রুত সুস্থতা কামনা করেন সংবাদ কর্মীরা।