নওগাঁর ধামইরহাটে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। আদিবাসী সামাজিক সংগঠন ও উপজেলা আদিবাসী পরিষদের আয়োজনে এবং আদিবাসী স্থায়ীত্বশীলতা অর্জন (ASA) প্রকল্পের সহযোগীতায় আদিবাসীদের একটি মিছিল উপজেলা পরিষদের সামনে শেষ হয়। মিছিল শেষে আদিবসীগন উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি বিশত তিগ্যা,কারিতাষ রাজশাহী অঞ্চলের আওতায় আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা পুষ্পিতা মার্ডি, প্রকল্প সুপারভাইজার ভবেশ চন্দ্র উরাও,জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রিয় সদস্য রবিউল টুডু,বাসদ নওগাঁ জেলা সদস্য সচিব মন্ডল কিসকু, আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবলাল টুডু, নওগাঁ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমান প্রমূখ। সমাপনি বক্তব্য প্রদান করেন উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি বিজয় এক্কা।
বক্তাগন আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি সহ বিভিন্ন দাবি সরকারের নিকট তুলে ধরে বাস্তবায়নের দাবি জানান।