গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান (তুহিন) এর উপর হামলা করে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁর ধামইরহাটে সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়কের উপর এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুর রাজজাক (রাজু), সহসভাপতি মো. আব্দুল আজিজ মন্ডল, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাংবাদিক মো. মোস্তফা কামাল জিন্না চৌধুরী, সহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা সাহিনা ইয়াসমিন, মাহফুজ রহমান, উজ্জল হোসেনসহ ধামইরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে।