টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা আলহাজ জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মেধা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে অভিভাবক সমাবেশ,ও ষষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে মির্জাপুরে দেওহাটা আলহাজ জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ খোরশেদ আলম, প্রধান শিক্ষক, দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি, মোঃ আনিছুর রহমান (জুয়েল),
গোড়াই ইউনিয়ন বিএনপি, সাধারণ সম্পাদক, ও
বিদ্যালয় পরিচালনা পর্ষদ, দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, জহিরুল ইসলাম , সহকারী শিক্ষক, দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃব্য রাখেন,
মোঃ আব্দুল মালেক মিয়া , অভিভাবক সদস্য, মোঃ মাইনুদ্দিন, সাবেক অভিভাবক সদস্য, মুজিব আলম, গোড়াই বিএনপি কার্যকর কমিটির সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় শতাধিক অভিভাবকবৃন্দ, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্র ও সমাজ গঠনে নেতৃত্ব দেবে। তাই কেবল পাঠ্যবই মুখস্থ করানো নয়—তাদের নৈতিক, মানবিক ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সকল ছাত্র-ছাত্রীদের নিয়মিত স্কুলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
অভিভাবকদের প্রতি ৭ দিন পর পর তার সন্তান বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কিনা সে বিষয়ে বিদ্যালয়ে এসে খোঁজ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এবং অভিভাবকদের প্রতিদিন রাতে তার সন্তান ঠিকমতো বিদ্যালয়ের দেওয়া বাড়ির কাজ শিখছেও লিখছে কিনা সে বিষয়ে খেয়াল রাখার জন্য বলা হয়েছে। এ লক্ষ্যে অর্জনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।