আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপি এ কর্মসুচী পালিত হয়।
এ উপলক্ষে সকাল থেকে মির্জাপুর পৌরশহরের শহীদ মিনার চত্বরের সামনে থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি জড়ো হয়। পরবর্তিতে এক বিশাল আনন্দ মিছিল মির্জাপুর পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, টাংগাইল-৭ মির্জাপুরের গণমানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিজয় ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, এ্যাডভোকেট আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন সহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
বক্তারা বলেন, আমরা প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন। বিজয়ের এক বছর পূর্ণ হলেও প্রত্যাশা পূরণে এখনও অনেক ঘাটতি আছে। রাষ্ট্রের সকল সেক্টরে সংস্কার চলছে, সামনে জাতীয় নিবার্চন, আমাদের সকলকে সজাক থাকতে হবে। এখনো শহীদদের হত্যার বিচার হয়নি। আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। এখনো অনেক কিছু অর্জিত হয়নি, তবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ্।
আলোচনা শেষে, মির্জাপুর উপজেলা দলীয় কাযার্লয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দো‘আ অনুষ্ঠিত হয়।