জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বেল ১২ টায় তালতলী জেডিগার্ড সড়কের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া মোঃ শামীম আহসান,যুগ্ম আহ্বায়ক এবং মংসেলেন তালুকদার। ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম।
মিছিল শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির।এর সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মোঃ শামীম আহসান।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মংসেলেন তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম,, উপজেলা বিএনপি,যুগ্ম আহ্বায়ক সালমান রুমি কামরুল, ছোটবগী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোস্তফা তালুকদার সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান বক্তার বক্তব্যে মিয়া রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর গত বছরের এই দিনে আমরা জনগণকে স্বৈরাচারী সরকারের শৃঙ্খল থেকে মুক্ত করতে পেরেছি। এটি বিএনপির এক ঐতিহাসিক বিজয়, যা জাতি চিরকাল মনে রাখবে।তিনি আরও বলেন,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র, যুব, পেশাজীবীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন। শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ গোটা জাতির গর্ব।
মিয়া রিয়াজুল ইসলাম তার বক্তব্যে আশ্বাস দিয়ে বলেন,তালতলীসহ আশপাশের শহীদ পরিবারের পাশে বিএনপি সবসময় ছিল, আছে এবং থাকবে। আহতদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়াও বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের অভ্যন্তরীণ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তারা অভিযোগ করেন, বিএনপির একজন নেতা ছগির হোসেন রাজনৈতিক মামলাবাণিজ্যের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে নিজ দলের বহু নিরীহ নেতাকর্মীদের নামও মামলায় যুক্ত করেছেন। অথচ ঐদিন ঘটনাস্থলে সে উপস্থিতই ছিল না। বক্তারা আরও দাবি করেন, ঐ ঘটনার ভিডিও ফুটেজ প্রমাণ করে কে কোথায় ছিল। অথচ প্রকৃত হামলাকারীরা অনেকেই মামলায় আসামি হয়নি। মামলার আড়ালে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তারা নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এক ফ্যাসিস্টকে প্রতিহত করতে গিয়ে যেন নিজেদের মধ্যেই আরেকজন ফ্যাসিস্ট তৈরি না হয়। দলের ঐক্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ