লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আতর আলী মুন্সিবাড়িতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও তিনি আতর আলী মুন্সিবাড়ির আবুল কাশেমের স্ত্রী বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই গৃহবধূ তার নিজ ঘরে দুইটি ছোট সন্তান রেখে আত্মহত্যা করেন। সকালে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পারিবারিক কোনো বিষয় নিয়ে মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।