চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)’র ব্যবস্থাপনায় ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচির সমৃদ্ধির আওতায় উপজেলার তরুণ কিশোর-কিশোরীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ অনুষ্ঠান রোববার (৩ আগষ্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এর উপজেলা কো-অডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে উপজেলার শতাধিক তরুণ, কিশোর-কিশোরীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে তারুণ্যের উৎসব ২০২৫ এর প্রকল্পের সমৃদ্ধির আওতায় বিভিন্ন ফল ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোঃ মনিরুজ্জামান। পাশে-অনুষ্ঠানের বিশেষ অতিথি ও অন্যান্যরা।