1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে তারুণ্যের উৎসব কর্মসূচীতে  ফলজ ও বনজ গাছের চারা বিতরণ  পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪  নিয়ামতপুরে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল রায়পুরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা  তালতলীতে বিএনপি’র অফিস আওয়ামীলীগের দখলে রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার

পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪ 

ঢুষমারা(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ঢুষমারা থানার দক্ষিণ খাউরিয়া গ্রামে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশের এই সফল অভিযানে উদ্ধার হয়েছে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ঢুষমারা থানার এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র মহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল সরকারি নৌকাযোগে মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান শুরু করে। ৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ভাটিয়ার চর এলাকায় অবস্থানকালে খবর আসে যে দক্ষিণ খাউরিয়া গ্রামের মোঃ আবু বক্করের বসতবাড়ির টিনের ঘরে চলছে জুয়ার আসর।

এরপর রাত ২টার দিকে এএসআই মের আউয়াল হোসেন, মোঃ তারা মিয়া, নায়েক মিজানুর রহমান, কনস্টেবল অলি আহম্মেদ, রনজিত কুমার, সৈয়দ রোকনুজ্জামান মিঠু, সুদর্শণ রায় ও মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘরটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালাতে চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের নাম:
১. মোঃ আবু বক্কর (৫২)। ২. মোঃ কোরবান আলী (৪৬)
৩. মোঃ আঃ মালেক (৪০)। ৪. মোঃ কাবেল (৪০)
৫. মোঃ শওকত (৪০)। ৬. মোঃ সানোয়ার হোসেন (২৮), ইউপি সদস্য। ৭. মোঃ আলমগীর (৪০)
৮. মেজ মজিবর (৪৫)। ৯. মোঃ তোনছের আলী (৩৫)
১০. মোঃ জাবেদ আলী (৪০)। ১১. মোঃ তারা মিয়া (৩৭)
১২. মোঃ আবু বক্কর (৪০)। ১৩. মোঃ মাইদুল (২৭)
১৪. মোঃ সুমন (২৬)।

অভিযানে স্থানীয় স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম ও মোঃ হামিদুল ইসলাম ছোটন। তাদের উপস্থিতিতে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে জুয়া খেলার ৩ সেট তাস ও ছড়ানো অবস্থায় নগদ ৩৯,৯২০ টাকা উদ্ধার করা হয়।

এসআই প্রদীপ চন্দ্র মহন্ত বলেন, “আটককৃতরা স্বীকার করেছে তারা টাকার বিনিময়ে তাস খেলে জুয়া খেলছিল। প্রাথমিক তদন্ত ও আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।”

এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান বলেন, “জুয়া, মাদক কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং সাধারণ জনগণের সহায়তা পেলে এসব অপরাধ নির্মূল সম্ভব।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করে বলেন, “এ ধরনের অভিযান সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিশেষ করে একজন ইউপি সদস্যের গ্রেপ্তার সাধারণ মানুষকে বড় বার্তা দিয়েছে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

অবশেষে এলাকাবাসী ও সংশ্লিষ্টরা ওসি মোঃ মতিয়ার রহমান, এসআই প্রদীপ চন্দ্র মহন্তসহ অভিযানে অংশগ্রহণকারী সব পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট