নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী ও বিএনপি নেতা মনজুর রাসেলের আকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মআজ রোববার (৩ আগস্ট) বিকাল ৩টায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে খড়িবাড়ী বাজারে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক ২ জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।
এছাড়াও স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী,এলাকাবাসী এবং আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও কোরআন তিলাওয়াত করা হয়।
দোয়া ও মাহফিলে মরহুম মনজুর রাসেলের জীবনের বিভিন্ন দিক এবং তার অবদানের কথা স্মরণ করা হয়। মাহফিল শেষে অতিথিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরিবার ও এলাকাবাসী যারা এই মাহফিলে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।