ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক পক্ষ রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানায় অভিযোগকারী মো. দুলাল হাওলাদার জানান, ২৬ জুলাই সকাল ৯টার দিকে তার ভোগদখলীয় পৈত্রিক জমিতে একই এলাকার প্রতিপক্ষরা জোরপূর্বক নারিকেল ও সুপারি গাছের চারা রোপণ করেন। তিনি বাধা দিতে গেলে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন এবং লাঠিসোটা, লোহার শাবল ও দেশীয় অ স্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।তাই তিনি প্রতিপক্ষ
মো. ফোরকান হাওলাদার, আবুয়াল হোসেন আউয়াল হাওলাদার, মো. তারিকুল হাওলাদার ও মো. মুছা খাঁ নামে থানায় অভিযোগ দিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী রোজী বেগম জানান, তিনি একা থাকেন তার স্বামী বহুদিন আগে মৃত্যু বরন করেন তার ভাইয়েরা বিদেশে থাকে। তাকে আবুয়াল হোসেনরা নানা ভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। জোর করে জমি দখল করে গাছ রোপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। জানতে চাইলে অভিযোগের বিষয়ে আবুয়াল হাওলাদার জানান,নিজেদের অংশের মধ্যেই গাছ রোপন করা হয়েছে। কারও জমি দখল করা হয়নি। থানা থেকে শালিশ মানিয়ে দেয়া হয়েছে, জমি মাপা হলে, কে কতটুকু পাবো তা সঠিক ভাবে নিরুপন হবে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে থানায় ডেকে শালিশ মানিয়ে দিয়েছে। শালিশের মাধ্যমে জমির পরিমাপ করে বন্টন করার জন্য।