1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার

ফরিদগঞ্জ প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুরে একটি এলপিজি ফিলিং স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে দমকল বাহিনীর তৎপরতা ও সৌভাগ্যের কারণে রক্ষা পেয়েছে শতাধিক পরিবার।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে ভাটিয়ালপুর এলাকার জে.কে. এলপিজি ফিলিং স্টেশনে একটি সিএনজিতে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাস ট্যাংকের মুখের নজেল খুলে যায়। এতে মুহূর্তের মধ্যেই প্রায় ৬ হাজার লিটার গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। চারদিকে ছড়িয়ে পড়ে ঝাঁজালো গন্ধ, সৃষ্টি হয় তীব্র আতঙ্ক।

ফিলিং স্টেশনের পেছনে সাড়ে ৮ হাজার লিটারের গ্যাস ট্যাংকের পাশাপাশি আরও ২-৩ হাজার এলপিজি বোতল রাখা ছিল। এ অবস্থায় সামান্য একটি স্ফুলিঙ্গ ঘটলেও পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতো বলে আশঙ্কা করা হয়।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুল হাসান জানান, “খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে ট্যাংকের দিকে এগিয়ে যাই এবং নজেলটি বন্ধ করি। এত গ্যাস একসঙ্গে লিক হওয়া অত্যন্ত বিপজ্জনক। কেউ যদি অসাবধানতাবশত একটি সিগারেটও জ্বালাত, তাহলে পুরো এলাকা ছাই হয়ে যেত।

জে.কে. এলপিজি ফিলিং স্টেশনের ম্যানেজার সজিব বলেন, “আমি নিজেই গ্যাস দিচ্ছিলাম। হঠাৎ ট্যাংকের একটি নজেল খুলে প্রচণ্ড শব্দে গ্যাস বের হতে থাকে। মুহূর্তেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

পাম্পের মালিক তোফাজ্জল হোসেন জানান, সকালে নতুন করে সাড়ে আট হাজার লিটার গ্যাস আনা হয়েছিল। বিকেলের ঘটনায় প্রায় ছয় হাজার লিটার গ্যাস বাতাসে ছড়িয়ে যায়। তবে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রশ্নে তিনি কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশনটিতে নিয়মিত নিরাপত্তাবিধি মানা হয় না। এমনকি অগ্নি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই বললেই চলে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “এক মুহূর্ত মনে হয়েছিল চারদিক বিস্ফোরণে কেঁপে উঠবে। আমরা ছোট বাচ্চাদের নিয়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ে যাই।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের দাবি উঠেছে। এলাকাবাসীর প্রশ্ন আরেকবার যদি এমন কিছু ঘটে, তখন কি কেবল ‘ভাগ্য’ই ভরসা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট