জয়পুরহাটে ৩০ জুলাই: জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ওমানপ্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি) কালাই প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। বুধবার বিকেল ৩টায় কালাই প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে আমিনুর ইসলাম বলেন, “দীর্ঘ ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা ৭৬-৭৭ সালে গ্রাম সরকারে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক চেতনা আমার পারিবারিক ঐতিহ্য থেকেই পেয়েছি।
তিনি আরও বলেন, “স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামাজিক অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। জয়পুরহাট তথা কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দল যদি আমাকে উপযুক্ত মনে করে, তবে এই জনপদের মানুষের জন্য নিরলস কাজ করে যেতে চাই।
সভায় তিলকপুর ইউনিয়নের বিএনপি নেতা মোজাফফর হোসেন, নয়ন হোসেন, সোহাগসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ঘরোয়া ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় আমিনুর ইসলামের প্রবাসী জীবনের অভিজ্ঞতা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা হয়।