1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইওডিপি) স্কিমের অংশ হিসেবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম।

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী উপজেলা জামাতের আমির আনোয়ার হোসেন, কাজি নিজাম, সাবেক শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব; সোনাহাট কলেজ এর অধ্যক্ষ বাবুল আক্তার, এবং বলদিয়া ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ কৃষিবিদ লুতফর রহমান।

উপস্তিতিত ছিলেন সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস,  তৌহিদা সিদ্দিকা, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি এস এম মনিরুজ্জামান, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পাস করা মোট ৩৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখযোগ্য, এসএসসি পর্যায়ের শিক্ষার্থীরা প্রত্যেকে ১০,০০০ টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা প্রত্যেকে ২৫,০০০ টাকা করে ব্যাংকের মাধ্যমে পেয়েছে।

শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট