1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

পাবনা বেড়া উপজেলায় মসজিদ নির্মাণে সংঘর্ষে  আহত-৩০ নিহত-১, ২০টি বাড়িতে অগ্নি সংযোগ

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পরদিন প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পুরো গ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেন প্রায় ২০০ থেকে ২৫০ জন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাফিজুর রহমান হাফিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি মারা যান।

হাফিজের মৃত্যুর পর শনিবার বিকালে উত্তেজিত গ্রামবাসীরা প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। কয়েকটি বাড়িতে লুটপাটের অভিযোগও রয়েছে।
বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল (শুক্রবার) মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। অনেকেই আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন আজ (শনিবার) মারা গেলে উত্তেজনা আবারও বাড়ে এবং কিছু বিক্ষুব্ধ ব্যক্তি প্রতিপক্ষের ঘরে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট