1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

রৌমারীতে জমি নিয়ে কেন্দ্র করে একই পক্ষের তিনজন মৃত্যু দায়ে মানববন্ধন 

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম রৌমারী উপজেলায় জমা জমি  নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পক্ষের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ভুন্দুর চর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ২০ জন। নিহতরা হলেন –

১. মােঃ নুরুল আমিন (৪১) পিতা মােঃআনোয়ার হোসেন, ২. মােঃ বুলু মিয়া (৫৪) পিতা মােঃ গোলাম মিয়া, ৩.মােঃ ফুলবাবু (৫১) পিতা মৃত মােঃ কোরবান আলী প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে শাহজাহান মিয়া ও রজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালবেলা শাহজাহান মিয়ার লোকজন ওই জমিতে সেচ দেওয়ার চেষ্টা করলে রজু মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনজন। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহতদের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে ৩৪ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কার্যকর সমাধান হয়নি, যার পরিণতিতে এই প্রাণহানি ঘটল। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট