টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে লাঠি রাখাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ওই নারীর নাম ফুলমালা বেগম (৭০)।
তিনি ঐ গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
ঘটনার পর শনিবার (২৬ জুলাই) ভোরে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মাসমর্পন করে ছেলে ইউনুস মন্ডল (২৫) বলে জানা গেছে।
সন্ধ্যায় খাবার সময় কথা কাটাকাটির জেরে রাগের বশে তার মাকে আঘাত করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছে গ্রেপ্তার ইউনুস মন্ডল।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ফুলমালার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।