নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের যৌথ আয়োজনে জুলাই পুর্ণজাগরণে সমাজগঠনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে মহিলা বিষয়ক দপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে কেন্দ্রীয় ভাবে শপথ বাক্য পাঠ করান অন্তবর্তী সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিস কুমার সরকার, ওসি ইমাম জাফর, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক অফিসার খন্দকার মাকাম্মাম মাহমুদা, মেডিকেল অফিসার তাসনিম আরা মুক্তা, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, আইসিটি অফিসার মহিউদ্দিন ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, শহিদ বায়েজিদ বোস্তামীর মা বেনুয়ারা, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, জুলাই কণ্যা মাহবুবা আক্তার মমতা, প্রমুখ।
পরে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২ জনকে ট্রাইসাইকেল ও স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয় এবং কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করেন ইউএনও জেসমিন আক্তার।