গাজীপুর কাশিমপুর দুই সন্তানের জনক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছেন কাশিমপুর থানা পুলিশ।
বুধবার ২৩শে জুলাই সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর বারেন্ডা ৩ নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষে জামাল নামে ওই ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।
খবর পেয়ে কাশিমপুর থানার উপ পরিদর্শক (এসআই) রোকনউদ্দিন সঙ্গীয় ফোর্সসমেত ঘটনাস্থল পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জামাল দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন, তবে তার স্বভাব চরিত্র ভালো ছিল।
জামাল একই এলাকাধীন পিতা মৃত জব্বার আলীর প্রথম ছেলে। তিনি একসময় রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
হতভাগ্য জামালের বোন কান্না জড়িত কন্ঠে জানান, কয়েকদিন ধরে মানসিকভাবে জামাল ভেঙ্গে পড়লে তাকে বাড়িতে চার/পাঁচ দিন আটকে রাখা হয় নিহত জামালের বোন এই কথা জানিয়েছেন।
এবিষয়ে কাশিমপুর থানার বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন বলেন, মরদেহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেছি।
এবিষয়ে কাশিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন।