নীলফামারীর জলঢাকা উপজেলায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে আহবায়ক ও আসমানী ফাউন্ডেশনের পরিচালক শিরিন আকতার আশাকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট ‘নাগরিক প্লাটফর্ম’ গঠিত হয়েছে।
আজ বুধবার সকালে (২৩জুলাই) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হলরুমে প্রধান শিক্ষক রেহেনা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে এই কমিটি গঠিত হয়। জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে এই কমিটি কাজ করবে।
ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী মজিবুর রহমান জানান, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহন বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের কাছে পৌছানো এবং সংগঠিত করা।
উদয়াঙ্কুর সেবা সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর সালমা বেগম বলেন, নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পারিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপ্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করতে প্রকল্পটি কাজ করবে। এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের মনিটরিং কো-অর্ডিনেটর মাহমুদ হাসান তালুকদার, ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর আব্দুস সেলিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আকতার, প্রধান শিক্ষক মল্লিকা রায় ও সাংবাদিক আবেদ আলী প্রমুখ। নাগরিক সম্পৃক্ততার (ফেসিং) প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মান-এর কারিগরি সহযোগীতায়, কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দুতাবাস এর আর্থিক সহযোগীতায় ডেমক্রেসিওয়াচ ও ইউএসএস নীলফামারীতে ফেসিং প্রকল্পটি বাস্তবায়ন করবে।