1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

রায়পুর-পানপাড়া সড়কে বড় গর্তে চরম ভোগান্তি, আহত হচ্ছে যাত্রীরা

রায়পুর উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলার রায়পুর-পানপাড়া সড়কের বেহাল দশা এখন যাত্রী ও পরিবহন চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট-বড় অসংখ্য গর্তে ভরা সড়কটি দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। ইতোমধ্যেই বেশ কয়েকটি দুর্ঘটনায় যাত্রীরা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে রায়পুর থেকে ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়। কাজটি শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকেই। কিন্তু প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো পুরোপুরি শেষ হয়নি কাজ। রাস্তার বিভিন্ন স্থানে কাটা অংশ ফেলে রাখা হয়েছে, কোথাও কোথাও রয়েছে আধা-পাকা অবস্থা।
বৃষ্টির মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে মাটি, বালি, পাথর ফেলে রেখে কাজ বন্ধ রয়েছে। ফলে এসব অংশে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গর্তে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে, আবার অনেক সময় গাড়ি উল্টে যাত্রী আহত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে রাস্তাটি কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছে। সঠিকভাবে পিচ ঢালাই করা হয়নি, কোথাও কোথাও কেবল খোয়া ফেলে রেখেই কাজ শেষ বলে দাবি করা হয়েছে।

রায়পুরের ব্যবসায়ীরা জানান, যান চলাচলের সমস্যা এবং কাদাপানিতে পরিবহন ব্যাহত হওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে কাঠ ব্যবসায়ীরা পণ্য পরিবহনে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে রায়পুর পৌরসভার একাধিক নাগরিক দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতির বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জনদুর্ভোগ নিরসনে রায়পুর-পানপাড়া সড়কের সংস্কার কাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট