সোমবার (২১জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল মাঠের পাশে ভেঙে পড়ে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট যোগ দেয়। দমকল বাহিনী জানায়, ঘটনাস্থলে আগুন দেখা গেলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় তা ছড়িয়ে পড়তে পারেনি।
প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঠিক কোন মডেলের বিমান ছিল এবং এতে কতজন আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। পুলিশ ও ফায়ার সার্ভিস উভয় সংস্থা ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এখনো পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্কুলের শিক্ষার্থী ও কর্মীদের তড়িৎভাবে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ধোঁয়ার কুণ্ডলী ও উদ্ধার অভিযান চালাতে দেখা যায়।
প্রশিক্ষণ চলাকালে এমন দুর্ঘটনা কিভাবে ঘটল, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।