জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের স্মরণে আজ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার।
জেলা প্রশাসন, লক্ষ্মীপুর ও উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী (লক্ষ্মীপুর জেলা) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি সবুজ পরিবেশ গঠনের আহ্বান জানানো হয়।