অশ্রুসিক্ত চোখে প্রিয় নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌসকে বিদায় জানালো ভূরুঙ্গামারীর সর্বস্তরের মানুষ। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবাই একবাক্যে স্বীকার করেন, ইউএনও মোঃ গোলাম ফেরদৌস ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও মানবিক কর্মকর্তা, যিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।
বক্তারা বলেন,
"তার কর্মদক্ষতা, সহজ-সরল স্বভাব ও আন্তরিকতায় ভূরুঙ্গামারীবাসীর হৃদয়ে তিনি স্থায়ী আসন গড়ে নিয়েছেন।"
অনুষ্ঠানে ইউএনও মোঃ গোলাম ফেরদৌস আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
"ভূরুঙ্গামারীর মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে তা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো। উন্নয়ন ও সেবার যে চেষ্টা করেছি, তা আপনাদের সহযোগিতার ফল। যেখানে থাকি না কেন, ভূরুঙ্গামারীর জন্য আমার হৃদয়ে থাকবে আলাদা জায়গা।"
পরে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং স্মারক উপহার প্রদান করা হয়। বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশে অনেকের চোখে জল নেমে আসে।
উল্লেখ্য, মোঃ গোলাম ফেরদৌস নতুন কর্মস্থলে যোগদানের জন্য ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।