ফরিদগঞ্জের পূর্ব সাফুয়া গ্রামের আবদুল মান্নান (৪৫)। মঙ্গলবার (১৫-ই জুলাই) সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ব্যাপক খোঁজ করার পর তার ছেলে রমজান (২০) ম’রদে’হ শনাক্ত করে সাবেক ব্রিক ফিল্ডে।
আবদুল মান্নান সকাল ১১:০০ ঘটিকায় সেখানে কৃষি কাজ করতে যান। সাত হাজার ভোল্টের পাওয়ারফুল জেনারেটরের বিদ্যুৎ লাইন সেখানে প্রবাহমান আছে। প্রায় আধা কি.মি. এলাকা ঘুরে কৃষি জমির পাশে ওই বিদ্যুৎ এর ক্যাবল কলা গাছে জড়িয়ে ওয়্যারিং করা হয়েছিলো।
ওই ক্যাবলের শ’র্টসা’র্কিটে জড়িয়ে মৃ/ত্যু হয়েছে কি না, এমন প্রশ্ন তুলেছেন মৃ/তের পরিবার সদস্য ও এলাকাবাসী। তারা আরও বলেছেন, মৃ/ত্যুর সংবাদ পেয়ে; বিদ্যুতের ওই ক্যাবল দ্রুত কে/টে ফেলা হয়েছে। তবে, রাত সাড়ে ১১:০০ ঘটিকা পর্যন্ত ওয়্যারিংয়ের ক্যাবল দেখা গেছে। এমন করে অবহেলা জনিত ও নিয়ম বহির্ভূতভাবে বিদ্যুৎ এর ক্যাবল ওয়্যারিং করতে পারে কি না – এ নিয়ে অভিযো’গ উঠেছে।মৃত্যুর ঘটনায় শো/কের ছায়া নেমে এসেছে।