২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের দক্ষতা ভিত্তিক বরাদ্দ (PBG) দ্বারা লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিসিন সরবরাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামশেদ আলম রানা।
অনুষ্ঠানে দত্তপাড়া, উত্তর জয়পুর, চরশাহী, দিঘলী, মান্দারী, ভবানীগঞ্জ, কুশাখালী ও তেয়ারীগঞ্জ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রোগীদের জন্য প্রয়োজনীয় মেডিসিন সরবরাহ করা হয়। এসব ওষুধ ইউনিয়ন পর্যায়ে সেবা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসমূহে প্রাথমিক চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন ইউএনও জনাব জামশেদ আলম রানা। তিনি আরও বলেন, “এই ধরনের সহায়তা সরাসরি জনগণের উপকারে আসবে এবং গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার বিস্তারে সহায়ক ভূমিকা রাখবে।”