ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পর নির্মমভাবে গলা কেটে হত্যা করে ১৯ বছরের ঘাতক রব্বানী। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। মাত্র ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে পরিবারের কাছে চাপ দেয় ঘাতক রব্বানী (১৯)। কিন্তু মুক্তিপণের টাকা পাওয়ার আগেই নৃশংসভাবে গলা কেটে হত্যা করে শিশুটিকে।
ঘটনার পর থেকেই এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। শিশুটির পরিবার জানায়, জীবন হঠাৎ নিখোঁজ হলে চারপাশে খোঁজ শুরু করে তারা। কিছুক্ষণ পর মোবাইল ফোনে আসে মুক্তিপণের দাবি। কিন্তু তার আগেই প্রাণ যায় শিশুটির।
আশুলিয়া থানা পুলিশ জানায়, ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে হত্যাকারী রব্বানীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রব্বানী একাই পরিকল্পনা করে এই অপহরণ ও হত্যাকাণ্ড। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অনেকেই দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।