1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফরিদগঞ্জে কৃষি জমিতে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের অরুণ মৃত্যু বাবুরহাট পৌর স্ট্যান্ডে নির্ধারিত টোলের নামে চাঁদা আদায় কাঠালিয়ায় ১২৫ জন পঞ্চম শ্রেণির ছাত্রী উপবৃত্তি না পাওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হেনস্তা ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ লৌহজং নদীর উপর পায়েহাঁটার সেতু নির্মাণে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি নেই

মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস সাত দিন পর কবর থেকে লাশ উত্তোলন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস সাত দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ভাতগ্রাম আউটপাড়া গ্রামে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

ঘটনার তথ্য বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধে আউটপাড়া গ্রামে ভাতিজাদের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে চাচা সুরুজ আলী সহ (৫৫) ৫জন আহত হয়।
এই ঘটনায় সুরুজ আলী বাদী হয়ে দুই ভাতিজা বিপ্লব ও জয় তাদের মা বিউটি বেগম, দেলোয়ার ও দিপু সহ আরো কয়েকজনকে আসামী করে মির্জাপুর থানায় মামলা করেন। গুরুতর আহত সুরুজ আলীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৬ এপ্রিল তিনি মারা যান।

মামলার বাদী আহত সুরুজ আলী মারা যাওয়ার বিষয়টি তাঁর স্ত্রী হেলেনা বেগম আদালতকে অবহিত করে হত্যা মামলার আবেদন করেন। আদালতের বিচারক অধিকতর তদন্তপূর্বক ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত দেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে রোববার দুপুরে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, আদালতের নির্দেশে কবর থেকে সুুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুবায়েত আনোয়ার, মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর হাসান উপস্থিত ছিলেন।

লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট