1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফরিদগঞ্জে কৃষি জমিতে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের অরুণ মৃত্যু বাবুরহাট পৌর স্ট্যান্ডে নির্ধারিত টোলের নামে চাঁদা আদায় কাঠালিয়ায় ১২৫ জন পঞ্চম শ্রেণির ছাত্রী উপবৃত্তি না পাওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হেনস্তা ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ লৌহজং নদীর উপর পায়েহাঁটার সেতু নির্মাণে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি নেই

নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নীলফামারীর ঐতিহাসিক স্থাপনা ‘নীল কুঠি’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হস্তশিল্প মেলা শুধু পণ্যের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি, মেলাটি পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক মিলনমেলায়। আর এই আয়োজনে নতুন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী লালনকন্যা সালমা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯ টায় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এছাড়াও মেলার মূল মঞ্চে সংগীত পরিবেশন করেন সালমা। তার কণ্ঠে ‘ভাবের গান’, ‘লালনের বাণী’ ও ফোকধর্মী সংগীত শুনে আপ্লুত হয়ে পড়ে দর্শকশ্রোতা। গানের ফাঁকে ফাঁকে তিনি বলেন, “লোকগান শুধু সংগীত নয়, এটি আমাদের আত্মার আত্মীয়, আমাদের শিকড়।”

মেলায় অংশ নিয়েছেন জেলার বিভিন্ন উপজেলার হস্তশিল্পীরা। কাঠ, মাটি, বাঁশ, পাট ও সুতা দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের স্টলগুলো ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেলার উদ্দেশ্য ছিল স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যকে পরিচিতির সুযোগ করে দেওয়া এবং হস্তশিল্পকে উৎসাহিত করা।

মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। পরিবার-পরিজন নিয়ে আসা অনেকে বলেন, শুধু কেনাকাটাই নয়, লোকগান শুনে হৃদয় ছুঁয়ে গেছে।

ডিমলা থেকে আগত এক দর্শনার্থী বলেন, “সালমার পরিবেশনা শুনে মনে হয়েছে, লোকসংগীত এখনো জীবন্ত, প্রাণবন্ত।”

হস্তশিল্প মেলার এক আয়োজক বলেন, “দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি ধরে রাখতেই আমাদের এই আয়োজন। সালমার মতো খ্যাতনামা শিল্পীর উপস্থিতি পুরো মেলাকে প্রাণবন্ত করে তুলেছে।”

মেলাটি আয়োজন করে জেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় সংস্কৃতি সংগঠন। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য ও হস্তশিল্পকে দেশব্যাপী তুলে ধরার জন্য এ ধরনের মেলা অত্যন্ত কার্যকর।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট