বরগুনার তালতলীতে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের রেলিং ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের শত-শত শিক্ষার্থীরা।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নের ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের এই ব্রিজটি গত তিন বছর ধরে ঝঁকিপূর্ন থাকার পরও সংস্কার না করায় বিদ্যালয় আসা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অবিভাবকরা।
ব্রিজটির রেলিং ভেঙ্গে পড়ায় সবচেয়ে বেশী দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত প্রাক প্রাথমিক ও শিশু শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয় যাওয়ার সময় অবিভাবক খুব চিন্তাযুক্ত থাকেন।
ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুশিয়া আক্তার বলেন,খালের এই ব্রিজটির রেলিং ভেঙে পড়ায় আমাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক ও শিশু শ্রেণীর শিক্ষার্থী চলাচল করায় আমি চিন্তিত থাকি এবং উপস্তিতি সংখ্যা অনেক কমে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও দোকানদার মোঃমোকলেচ ও মমতাজ বেগম বলেন,এই ব্রিজটির রেলিং ভাঙ্গা থাকার কারনে শিশুরা ভয়ে বিদ্যালয় আসতে পারেনা,যদি পাশ দিয়ে খালের মধ্যে পরে যায়।সাতার না জানা শিক্ষার্থীরা যেকোনো সময় মৃত্যুর হতে পারে।
তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,ছোট ভাই জোড়া বিদ্যালয় সংলগ্ন খালের উপর ব্রিজটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।তিন বছর ধরে ঝুকিপূর্ণ থাকার পরও এলজিইডি সংস্কার না করায় শিশুদের বিদ্যালয় যাওয়া আসা সহ স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটছে।
তালতলী উপজেলা প্রকৌশলী বলেন,ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের ব্রিজটির রেলিং ভেঙে পড়া ও এই খালে আরো বেশ কিছু ব্রিজ ঝুকিপূর্ণ হয়েছে,ঝুকিপূর্ণ সকল ব্রিজ সংস্কার ও পুঃনির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে।আশা করছি প্রস্তাবটি অনুমোদন পেলে শীঘ্রই ব্রিজের টেন্ডার আহ্বান করা হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন,ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার করার জন্য আমরা শতভাগ চেষ্টা করে যাচ্ছি, ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বরাদ্দ পেলেই দ্রুত সংস্কারের কাজ করা হবে।