দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর অবস্থিত ট্রিলিয়ন গোল্ড ইপিজেড কর্মী লিপি রানী (২১) নামে মর্মান্তিক মৃত্যু।
আজ ১০ শে জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহত আরোহী লিপি রানী ফতেজংপুরে ইপিজেড যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। নিহত লিপি রানী রায় ১২নং আলোকডিহি ইউনিয়নের বেকিপুল রাশেরডাঙ্গা জীবন রায়ের স্ত্রী। দূর্ঘটনায় লিপির কোমর থেকে পা পর্যন্ত থেতলে গেছে।
জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কে দশমাইল হাইওয়ে থানার সামনে গাড়েডাঙ্গি ব্রীজের উপরে বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা আরোহী এক নারী মহিলা ইপিজেড কর্মী নিহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে রমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
এই বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আমরা তাৎক্ষণিকভাবে গাড়িটা খোঁজার জন্য গাড়ি নিয়ে বের হয়ে গেলে ঘটনাস্থল থেকে জামট্রাকটি পালিয়ে যায় ৷ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয় ৷