1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
ফরিদগঞ্জে কৃষি জমিতে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের অরুণ মৃত্যু বাবুরহাট পৌর স্ট্যান্ডে নির্ধারিত টোলের নামে চাঁদা আদায় কাঠালিয়ায় ১২৫ জন পঞ্চম শ্রেণির ছাত্রী উপবৃত্তি না পাওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হেনস্তা ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ লৌহজং নদীর উপর পায়েহাঁটার সেতু নির্মাণে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি নেই

মাদ্রাসা বোর্ডে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে ঝালকাঠির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এনএস কামিল মাদ্রাসা।

মাদ্রাসা থেকে এবছর মোট ৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ২৭৭ জন ‘জিপিএ-৫’ অর্জন করে। পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৭৭ শতাংশ, যা দেশের অন্যান্য শীর্ষ মাদ্রাসাকে পেছনে ফেলে এনএস কামিল মাদ্রাসাকে শীর্ষে স্থান দিয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ (রহ.)। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এবারের দাখিল পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ-৫ অর্জনের হার শতকরা ৫৪ ভাগ, যা দেশের অন্যান্য স্বনামধন্য মাদ্রাসার চেয়ে অনেক বেশি। উদাহরণস্বরূপ, ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদ্রাসার পাসের হার ছিল ৯৬%, আর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে পাস করেছে ৯৭% শিক্ষার্থী।

এদিকে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষাতেও ঝালকাঠির শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো ফল করেছে।

সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন অংশ নিয়ে ২১২ জন পাস করেছে। এদের মধ্যে ৫৪ জন পেয়েছে জিপিএ-৫।

সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১২ জন পাস করেছে, যেখানে ৫৮ জন পেয়েছে জিপিএ-৫।

মাদ্রাসা পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল: ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা: ৩৮ জন অংশ নিয়ে ৩২ জন পাস, জিপিএ-৫ পেয়েছে ২ জন।

কুতুবনগর আলিম মাদ্রাসা: ৩৮ জন অংশ নিয়ে ৩৪ জন পাস, জিপিএ-৫ পেয়েছে ২ জন।

উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়: ১২৪ জন অংশগ্রহণ করে পাস করেছে ৮১ জন, জিপিএ-৫ অর্জন করতে পারেনি কেউ।

ঝালকাঠির শিক্ষার মান ও প্রতিষ্ঠানের সাফল্য এবারও প্রমাণ করেছে, এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের মানচিত্রে উজ্জ্বল ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট