কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় গিয়ে সদ্য ফলপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা শাখার ছাত্রশিবিরের সভাপতি মোঃ আরিফুল ইসলাম সহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল সদস্যরা ।
উপজেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন ‘নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে ছাত্রশিবির সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পুস্তকগত বিদ্যায় নয়, নৈতিক ও মানবিক গুণেও বিকশিত হোক।’ বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন এবং তাদের মেধাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।