এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য পেয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।
এর মধ্যে ৪৪ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে ৫৯ তম ব্যাচ থেকে ৫০ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে। ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম ফয়সাল বলেন, এটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আনন্দিত যে বরাবরের মতো এবারও সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আশা করি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।