দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরিক্ষার ফলাফলে চিরিরবন্দরে শিক্ষা নগরীতে সেরাদের সেরা ফলাফল অর্জন করেছে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।
এসএসসি ফলাফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১৫৮ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ১৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৬২ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৫৪ জন জিপিএ-৫, একাইটিস রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৫৭ জন অংশগ্রহন করে ৩৯ জন, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে ১৯১ জন অংশগ্রহন করে ১৮৬ জন জিপিএ-৫, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১০১ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য এই উপজেলায় ভাল মানের ২২ টি রেসিডেন্সিয়াল মডেল স্কুল রয়েছে।
স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, শিক্ষকগণের নিবিড় পরিচর্যা, অভিভাবকগণের সাপোর্ট, শিক্ষার্থীদের কঠোর অনুশীলন ও অধ্যাবসায়ের কারণে এ ফলাফল অর্জিত হয়েছে। এ ফলাফলে সকলেই আনন্দিত।