আজ বুধবার (০৯ জুলাই ২০২৫) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা পর্যায়ের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধিগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তারা।
সভায় বক্তারা ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।