কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত কামাল হোসেন দুর্জয় (৪০) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি একই এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।
দুর্জয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, দুপুর ১২ টার দিকে ওই ইউনিয়নের মনখালী এলাকায় স্থানীয়রা একটি ডোবায় মরদেহটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই সাহাব উদ্দিন জানান, রাত ১০ টার পর বুকের ব্যথা নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক শফি উল্লাহর কাছে যান দুর্জয় ৷ চিকিৎসা শেষে বাসার পথে ডাক্তার এগিয়েও দিয়েছিলো দুর্জয়কে। এরপর আর কেউ কিছু জানেনা।
সাহাব উদ্দিন বলেন, রাত থেকে ভাইয়ের মুঠোফোনে সংযোগ না পেয়ে পরিবারের সদস্যরা নিখোঁজ জানিয়ে ফেইসবুকে পোস্ট করেন। যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন, তাই তারা ধারণা করেছিলেন গ্রেফতার হয়েছে কিনা।
নিহতের বোন দাবী করেন তার ভাই কে হত্যা করা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আরিফ হোসেন।