কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটিরচর গ্রামে চলছে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার মহোৎসব। এলাকার বক্কার খাঁনের বাড়ির সংলগ্ন এলাকায় তিন ধরনের ফসলি জমি ধ্বংস হয়ে পড়েছে। এতে একদিকে যেমন জমিগুলো চাষের অনুপযোগী হয়ে পড়ছে, অন্যদিকে পরিবেশের ওপরও সৃষ্টি হয়েছে মারাত্মক প্রভাব।
স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে আমির খাঁনের ছেলে সোহেল খাঁন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মালিকানাধীন বেকু দিয়ে প্রতিনিয়ত ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষকরা।
স্থানীয়দের ভাষ্যমতে, যদি এইভাবে মাটি কাটা অব্যাহত থাকে তবে অচিরেই ব্রহ্মপুত্র নদী ভাঙনের মুখে পড়বে এই গ্রাম। নদীভাঙনের শিকার হয়ে অনেক পরিবার বসতভিটা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, অবিলম্বে এই অবৈধ মাটি কাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।