কুড়িগ্রাম রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর গ্রামের মোহাম্মদ মইজুদ্দিন এর স্ত্রী ও কুদ্দুস আলীর মা কুলসুম খাতুন( ৮৮) এর লাশ (৪/৭/২০২৫ইং) শুক্রবার সকাল ৭ টার সময় স্থানীয়রা বৃদ্ধ নারীর লাশটা জিঞ্জিরাম নদীর মাঝ খানে ভাসামান অবস্থা য় দেখতে পান। এর আগে নিখোঁজ বৃদ্ধ নারীকে স্থানীয়ভাবে খোজাখুজি করে তার কোনো খোঁজ পায়নি পরিবার আত্মীয়- স্বজনরা।
শুক্রবার (৪/৭/২০২৫ইং) সকাল ৭ টায় নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধ নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে । নিহত বৃদ্ধ নারীর পরিচয় শনাক্ত করেছে পরিবার।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান লাশের শরীরে কোন রহস্যজনক চিহ্ন নেই ধারণা করা হচ্ছে বৃদ্ধ নারী হয়তো গরমের কারণে গোসল করতে নদীতে গিয়ে ছিল সেখানে ড্রেজারের গর্তে পড়ে যায়।
নদীতে কোনোভাবে পড়ে গিয়ে বৃদ্ধ নারীর মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। কোন প্রকার লাশটির আলামত নেই তাই বৃদ্ধ নারীর লাশ ধাপন করার অনুমতি দেওয়া হয়েছে।