লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর কাদিরা, সম্প্রতি দেশের নানা স্থানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর প্রাকৃতিক সৌন্দর্য, খোলা প্রান্তর, বিস্তীর্ণ ঘাসের মাঠ, নদীপাড়ের শান্ত পরিবেশ ও অসাধারণ দৃশ্যপট আকৃষ্ট করছে ভ্রমণপিপাসু মানুষদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবিগুলোই মূলত এই পর্যটন আগ্রহ বাড়িয়ে তুলেছে।
তবে পর্যটকের এই অতিরিক্ত আগ্রহ ও অনিয়ন্ত্রিত ভিড় বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে চর কাদিরার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, অনেক দর্শনার্থী অপরিকল্পিতভাবে আসা-যাওয়া করছে, ফলে পরিবেশের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। গাছপালা নষ্ট হচ্ছে, বর্জ্য ফেলা হচ্ছে খোলা মাঠে, শব্দদূষণের কারণে বিরূপ প্রভাব পড়ছে পাখিসহ অন্যান্য প্রাণীর ওপর।
চর কাদিরার স্থানীয় এক বাসিন্দা বলেন, আগে আমরা শান্তিতে বসবাস করতাম। এখন প্রতিদিন মানুষজন আসে, শব্দ করে, ময়লা ফেলে রেখে যায়। এতে আমাদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।”
এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, চর অঞ্চলের এমন নাজুক প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানকার উন্মুক্ত ঘাসের মাঠ ও নদীসংলগ্ন এলাকা অনেক পরিযায়ী পাখি ও ছোট প্রাণীর আবাসস্থল। পর্যটনের নামে যদি তারা তাড়িয়ে দেওয়া হয় বা বাসস্থান নষ্ট হয়ে যায়, তাহলে সেটি প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে “আপনারা প্রকৃতিকে উপভোগ করুন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় কিংবা স্থানীয় মানুষের শান্তি বিঘ্নিত হয়।”
চর কাদিরার সৌন্দর্য রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার স্বার্থে সকলের প্রতি আহ্বান সচেতন হোন, দায়িত্বশীল আচরণ করুন। প্রকৃতিকে উপভোগ করুন, কিন্তু তার ভার বইতে বাধ্য করবেন না।