লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় সামিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী নি*হত হয়েছে। সে চরপোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর সামিয়া আক্তার সহপাঠীদের সঙ্গে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে পোড়াগাছার স্টিল ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক্টর-ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সামিয়াসহ চারজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সামিয়ার মৃত্যু হয়। আহত অপর তিনজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রামগতি থানা পুলিশ জানিয়েছে, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সামিয়ার পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে।