1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
কালাই তেলিহার-লাকাটি সড়কের বেহাল দশা, শঙ্কায় কোমলমতি শিক্ষার্থীরা রৌমারীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি জনবল সংকটে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্ধ অপারেশন থিয়েটার ঝালকাঠির ট্রাক চাপায় আহত পিতৃহীন অসহায় শিশুটির চিকিৎসায় এগিয়ে আসুন চাঁদপুরে কচুর লতি তুলতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধ মহিলার মৃত্যু ঝালকাঠিতে দোকান থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার আটক-১ নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত যুবক গ্রেফতার  যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ, দুই গ্রুপের মধ্যে উক্তেজনা ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের মধুপুরে দুর্লভ প্রজাতির বৃক্ষকেলি কদমের দেখা মিললো

ভূরুঙ্গামারীতে ছাত্রশিবের উদ্যোগে শিক্ষার্থীদের  মাঝে বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃক্ষচারা বিতরণ ও রোপণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২ জুলাই) ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট ৩৫০ জন ছাত্রছাত্রীর মাঝে আমলকি, পেয়ারা, জলপাই, নটকন, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু বৃক্ষচারা রোপনও করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেকে যদি একটি করে গাছ লাগায় এবং তা যত্ন নেয়, তাহলে পরিবেশ রক্ষা সহজতর হবে। আজকের ছোট চারা ভবিষ্যতে আমাদের খাদ্য, ছায়া ও জীবনদায়ী অক্সিজেন সরবরাহ করবে।

বিতরণ কার্যক্রমের একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু ফলদ ও ওষুধি বৃক্ষের চারা রোপণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার, তিনি বলেন এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও গাছপালার প্রতি ভালোবাসা গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন‍্যান‍্যদের মধ্যে  উপস্থিত ছিলেন   অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস. এম. নাছিমুল হক তপু, শিক্ষক সুনীল চন্দ্র সাহা, কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুস সবুর এবং উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামসহ  প্রমুখ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, এই কার্যক্রম শুধু একটি বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ধারাবাহিকভাবে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩,০০০ (তিন হাজার) বৃক্ষচারা বিতরণ ও রোপণ করার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট