দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক।
উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, কৃষিবিদ আবু তারেক সিদ্দিক।
বিরামপুর উপজেলা ও পৌর এলাকায় বিএনপি'র বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এদিন ২১ হাজার ৬ শত ঔষধি ও ফলের চারা বিতরণ করা হয়।