চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে সিহাব (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশীয়ালী ইষাদী বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
সিহাব ওই বাড়ির এনায়েত হোসেনের ছেলে। সে শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, সিহাব ছোটবেলা থেকেই খিঁচুনি রোগে ভুগছিল। বুধবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে নেমে হঠাৎ খিঁচুনির শিকার হয় এবং পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিহাবের চাচা ও উপজেলা যুবদলের নেতা সুমন জানান, “আমার ভাতিজা ছোটবেলা থেকেই খিঁচুনির রোগে ভুগছিল। আজ গোসল করতে নেমে খিঁচুনি ওঠে এবং সে ডুবে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে