৩০টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশাসক, লক্ষ্মীপুর পৌরসভা; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ; বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “সবুজ পরিবেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীকে নিজ বিদ্যালয় ও বাসাবাড়িতে অন্তত একটি করে গাছ রোপণ ও লালন-পালনের অভ্যাস গড়ে তুলতে হবে।”