ঢাকার আশুলিয়ায় চাঁদার দাবিতে এক পরিবারের ওপর হামলা চালিয়ে যুবককে চাকু দিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী।
গতকাল ২৯ জুন, দুপুর ২টার দিকে আগুলিয়া ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির বালুর মাঠ এলাকায় এ হামলা চালানো হয়।
আক্রান্ত পরিবারের সদস্য মোছাঃ লাইলী বেগম (৩৫) জানান, তিনি ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির সদস্য হিসেবে তিন বছর আগে ৫ শতাংশের একটি প্লট পান।
সেখানে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। গত এক সপ্তাহ আগে রিয়াজ উদ্দিন আহমেদ ওরফে দালাল রিয়াজ (৪৫) ও সালেহীন খাঁন শাহীদ ওরফে পিস্তল শাহীদ (৪৮) এবং মদ সালাম (৪৫)সহ ১০ জনের একটি দল তার বাড়িতে এসে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় গতকাল তারা আবারও বাড়িতে হামলা চালায়।
লাইলী বেগম বলেন, “তারা আমার ছেলে মোঃ রাসেল (২২) কে বাসা থেকে টেনে বের করে ধারালো চাকু দিয়ে পেট ও মাথায় কোপ মারে। এ সময় আমাকেও তারা মারধর করে। আশেপাশের লোকজন এগিয়ে আসতে দেখে তারা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।” এ সময় এলাকার জনসাধারণ সন্ত্রাসীদের পিছন থেকে সম্মিলিত ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় একজন সন্ত্রাসী মদখোর নাসির হোঁচট খেয়ে পড়ে গেলে তাকে ধরে জনসাধারণ গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।
রাসেলকে গুরুতর অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরিবারটি পরে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।