1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা শুরু, লক্ষ্মীপুরে হেল্পডেস্ক চালু করেছে ছাত্র সংগঠনগুলো

লক্ষ্মীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

সারা দেশের মতো লক্ষ্মীপুরেও আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার্থীদের সহায়তায় জেলার বিভিন্ন কেন্দ্রে হেল্পডেস্ক চালু করেছে একাধিক ছাত্র সংগঠন। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা পাচ্ছেন প্রয়োজনীয় তথ্য ও সহায়তা।

লক্ষ্মীপুরের তোয়াহা স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হেল্পডেস্ক পরিচালনা করছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির নেতাকর্মীরা পরীক্ষার্থীদের পানির বোতল, কলম, প্রবেশপত্র সংক্রান্ত সহযোগিতা, ও দিকনির্দেশনা দিচ্ছেন।
এছাড়াও গরম ও বৃষ্টির হাত থেকে বাঁচাতে কেন্দ্রের বাইরে ছায়াযুক্ত বসার ব্যবস্থা করেছে সংগঠনটি।

ছাত্রশিবিরের স্থানীয় এক নেতা বলেন, “আমরা পরীক্ষার্থীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকতে এই উদ্যোগ নিয়েছি। এটি আমাদের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ।”

পরীক্ষা কেন্দ্রের আশেপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন ছাত্র সংগঠনের এ ধরনের জনসেবামূলক কার্যক্রমে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলায় এবার কয়েক হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট