ঝালকাঠির নলছিটিতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো খান মাইনউদ্দিনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৪ জুন) রাত ৯ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় খান মাইনউদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জনগণের উপকারে আসছে না ২৯ লাখ টাকার কালভার্ট, কাঠের গেট বানিয়ে রেখেছে নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামের আবু ড্রাইভার।টাকা খেয়ে ১ ঘরও ২ জন মানুষের জন্য উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ ইকবাল কবীর এই কালভার্টটি বরাদ্দ দেয় এই লেখাটি প্রচার করায় জুরকাঠি এলাকার আবু ড্রাইভার ও তার ছেলে ইমরান হাওলাদার , মুসা হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার ,হাবিব সিকদারের ছেলে নিশাত সিকদার, আলম হাওলাদার ও তার ছেলে আপন হাওলাদার সহ ১০/১২ জন মিলে বাড়িতে ঢুকে ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে খান মাইনউদ্দিনের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।