1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
কমলনগরে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন লক্ষ্মীপুর সদরে অবৈধ বালু উত্তোলনে অভিযান পারিবারিক কলহের জেরে স্ত্রী’র হাতে স্বামী আহত থানায় অভিযোগ নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন সাংবাদিক আনোয়ার এর উপরে হামলা ও তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কাশিমপুরে মানববন্ধন

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী ২ ভাই

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পলাশবাড়ীর জ্ঞানদাস কানাইকাটা তেতুলতলা রেলঘুন্টিতে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, বুধবার সকালে দুইজন একসঙ্গে মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে পলাশবাড়ি এলাকার জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলা রেলঘুন্টির অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন।

এলাকাবাসীর অভিযোগ, ওই রেলঘুন্টির দুই পাশে বাজার থাকায় রেললাইন পারাপারের সময় ট্রেন আসছে কি না তা দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, দুইজনেই সকালে কাজে বের হয়েছিলেন। কীভাবে কী ঘটল বুঝে উঠতে পারছি না। তবে শুনেছি ট্রেনের ধাক্কায় তাদের মোটরসাইকেলের ইঞ্জিন ট্রেনের সঙ্গে লেগে নীলফামারী রেলস্টেশন পর্যন্ত চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য গোপাল রায় বলেন, এই অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন আসছে কি না দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট